শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০

ধর্মের ভিন্নতা থাকলেও উৎসবে সকলের সহযোগিতা প্রয়োজন
প্রবীর চক্রবর্তী ॥

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়াস্থ সাহার বাড়ি পূজাম-প পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, সফিউল আলম শুকু, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু, সদস্য সচিব এসএম সোহেল রানা, তাঁতী লীগের আহ্বায়ক মোঃ আঃ কাইয়ুম, ছাত্রলীগ নেতা বাকী বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, আমাদের মাঝে ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ধর্মীয় উৎসব পালনে সকলের সহযোগিতা থাকতে হবে। একটা পরিচয়ে আমরা এক জায়গায়, সেটা হলো আমরা মানুষ, আমরা সকলে আদম সন্তান। এ জায়গা থেকে আমরা একে অপরে সহযোগী হবো। আর বাঙালি এই সংস্কৃতিকে লালন করে আসছে আদিকাল থেকে। এ সময় তিনি এই এলাকার কিছু সমস্যা সর্ম্পকে অবহিত হয়ে তা সমাধানের আশ^াস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়