শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০

মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কে বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত ১ আহত ১০
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কের কানাছোঁয়া এলাকায় মতলব এক্সপ্রেস বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে যায়। এতে পিংকি দাস (১৪) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ১০ যাত্রী গুরুতর আহত হয়েছে।

গতকাল ১২ অক্টোবর বিকেল ৫টায় দাউদকান্দির কানাছোঁয়া ব্রিকফিল্ডের পাশে মতলব এক্সপ্রেস বাসটি অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

মতলব এক্সপ্রেস দাউদকান্দি অফিস সূত্র ও যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস (ঢাকা ঝ ১৪-০২৬২) বাসটি কানাছোঁয়া ব্রিকফিল্ডের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে এর সংঘর্ষ হয়। এ সময় বাসটি গতি হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে ১ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহত যাত্রীর নাম পিংকি দাস (১৪)। সে কানাছোঁয়া গ্রামের কার্তিক দাসের মেয়ে।

দুর্ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে কানাছোঁয়ার শাহ আলমের মেয়ে আন্না (১৩) ও ফজল হকের ছেলে আবুল হোসেন (৪০)। বাকি যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা দাউদকান্দি সরকারি হাসপাতাল ও গৌরীপুরের একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন জানায়, স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের চিকিৎসা প্রদানের জন্যে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত পিংকি ইজিবাইকের যাত্রী ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়