প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০
কচুয়ায় নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাছেল (২৬) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা ও মা। সে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই গ্রামের জাফর আলী হাজী বাড়ির শাহআলমের ছেলে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তার বিরুদ্ধে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সরেজমিনে জানা যায়, মাদকাসক্ত রাছেল বিভিন্ন সময় মাদকের টাকার জন্যে মা রাশেদা বেগম, বাবা শাহআলমসহ স্ত্রী ও বোনের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো। গত সোমবার সন্ধ্যায় মাদকের টাকার জন্যে চরম ক্ষিপ্ত হয়ে উঠে সে। এ অবস্থায় রাছেলের বাবা ও মা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, রাছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।