প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০
পূজা উদ্যাপন পরিষদের বাঁধা-ধরা নিয়মের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। গতকাল ১২ অক্টোবর মঙ্গলবার ছিলো মহাসপ্তমী পূজা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই সপ্তমী পূজা সম্পন্ন হয়েছে। অন্যান্য বছর সপ্তমী পূজার সকালে যেভাবে পূজা ম-পে ভীড় পরিলক্ষিত হতো, এ বছর তা তেমন করে চোখে পড়েনি। শোনা যায়নি সাউন্ড বক্স বা ইকোর বড় ধরনের শব্দ। নিরবে নিঃশব্দে সপ্তমী পূজার আয়োজন করেছেন পূজারীগণ। মহাসপ্তমীর সকালে যেমন ফাঁকা ছিল পূজাম-প, তেমনই অনেকটা দর্শনার্থী ফাঁকা ছিলো বিকেলের পূজা ম-প। অনেকটা নিষ্প্রাণ অবস্থার মধ্য দিয়েই পার হয়েছে পূজার দ্বিতীয় দিন। সকালে দর্শনার্থী ছাড়া পূজারীরা নিজেরাই অঞ্জলি প্রদান করেছেন দেবীচরণে।
আজ মহাষ্টমী পূজা। পাঁচদিনব্যাপী এ পূজার আজ ও কালকের দিন পূজারী এবং দর্শনার্থীদের কাছে খুবই আনন্দের দিন বলে দীর্ঘদিন যাবত পরিচিতি পেয়ে আসছে। আজ সকালে মহা আনন্দের মধ্য দিয়ে ছোট বড় সকলে দেবী দুর্গার চরণে অঞ্জলি প্রদান করবেন ভক্তিভরে। কামনা করবেন নিজ পরিবার পরিজনসহ দেশ ও বিশ্বের শান্তি। ম-পে ম-পে শোনা যাবে চ-ীপাঠ। চ-ীপাঠ আর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে পূজাম-প। শান্তিপূর্ণ ও স্বাস্থ্য বিধি রক্ষা করে পূজা পালনে কঠোর নিয়ম বেঁধে দিয়েছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি। সেই দিকে লক্ষ্য করে পূজা ম-পে রাখা হয়েছে স্বাস্থ্য বিধি রক্ষায় হ্যান্ড স্যানিটাইজার। প্রশাসন ও কেন্দ্রীয় পূজা কমিটির নির্দেশনা রক্ষায় উপজেলা পর্যায়ে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ যথেষ্ট তৎপরতা গ্রহণ করেছেন।
চাঁদপুর জেলায় এ বছর ২১১টি পূজা ম-পে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে চাঁদপুর সদরে অনুষ্ঠিত হচ্ছে ৩৪টি। পূজা ম-পের ২৯টি পূজা ম-পই চাঁদপুর পৌর এলাকার অর্ন্তগত। গত বছর পৌর এলাকায় ২৭টি পূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর সার্বজনীন দুর্গা মন্দির, কার্তিক সাহার বাড়ি, নিতাইগঞ্জ, পুরাণবাজার ও শিলন্দিয়া, বাবুরহাট, নান্টুদেবের বাড়ির ২টি পূজা ম-প বৃদ্ধি পেয়েছে। কার্তিক সাহার বাড়ির পূজা ম-পের প্রধান উদ্যোক্তা কার্তিক সাহা জানান, আমরা মায়ের পূজা করি নিজ পরিবারসহ দেশ ও মানুষের কল্যাণ কামনায়। যদি ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও ভক্তি-শ্রদ্ধা সহকারে আমরা এ আয়োজন সম্পন্ন করতে পারি তাহলে দেবী দুর্গা আমাদের প্রতি তার আশীর্বাদ অব্যাহত রাখবেন। আমরা স্বাভাবিকভাবে নিয়মরীতি রক্ষার মাধ্যমে পূজা করার লক্ষ্য নিয়ে এ বছর প্রথমবারের মতো দেবী আরাধনায় রত হয়েছি। আপনারা সকলে আশীর্বাদ করবেন যাতে আমরা প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেবীবরণ করতে পারি। তিনি তাদের পূজা ম-পে দেবী দর্শনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানান।