প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হয়। দশ ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানদের মধ্যে বাদ পড়েছেন দুইজন। এরা হচ্ছেন বালিয়ার তাজুল ইসলাম মিয়াজী এবং হানারচরের আঃ সাত্তার রাঢ়ী। এই দুই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বালিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল্লাহ পাটোয়ারী এবং হানারচরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মুকবুল হোসেন।
দশটি ইউনিয়নে চূড়ান্ত প্রার্থীরা হচ্ছেন : ১নং বিষ্ণুপুর ইউনিয়নে নাছির উদ্দিন খান শামীম (বর্তমান চেয়ারম্যান), ২নং আশিকাটি ইউনিয়নে বিল্লাল হোসেন পাটোয়ারী (বর্তমান চেয়ারম্যান), ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মাসুদুর রহমান নান্টু, ৫নং রামপুর ইউনিয়নে মোঃ আল মামুন পাটোয়ারী (বর্তমান চেয়ারম্যান), ৬নং মৈশাদী ইউনিয়নে নূরুল ইসলাম পাটোয়ারী, ৭নং তরপুরচ-ী ইউনিয়নে ইমাম হাসান রাসেল গাজী (বর্তমান চেয়ারম্যান), ৮নং বাগাদী ইউনিয়নে বেলায়েত হোসেন গাজী বিল্লাল (বর্তমান চেয়ারম্যান), ৯নং বালিয়া ইউনিয়নে রফিকুল্লাহ পাটোয়ারী, ১১নং হানারচর ইউনিয়নে মুকবুল হোসেন ও ১২নং চান্দ্রা ইউনিয়নে খানজাহান আলী কালু (বর্তমান চেয়ারম্যান)।
জানা গেছে, চূড়ান্ত প্রার্থীদেরকে শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র আজ তাদের হাতে তুলে দেয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ।