প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০
থানা পুলিশের অভিযান
মাদক, জালনোটসহ ওয়ারেন্টের ২৬ আসামী গ্রেফতার
চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে একদিনে জাল টাকার নোট, মাদকসহ সাজা ও ওয়ারেন্টভুক্ত ২৬ জন আসামীকে গ্রেফতার করার পর আদালতে সোপর্দ করেছে। ৩ অক্টোবর চাঁদপুর জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
|আরো খবর
চাঁদপুর সদর মডেল থানা, হাজীগঞ্জ থানা ও ফরিদগঞ্জ থানা পুলিশ ১৬৩ পিচ ইয়াবা এবং ১৯ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার ৩ জন, সাজা পরোয়ানামূলে গ্রেফতার ১ জন, পরোয়ানা মূলে গ্রেফতার ১৩ জন, অন্যান্য মামলায় গ্রেফতার ৯ জনসহ সর্বমোট ২৬ জন আসামী গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।