শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০

এক দফার আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে
স্টাফ রিপোর্টার ॥

গতকাল ফরিদগঞ্জ বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও আলহাজ্ব এমএ হান্নানের অর্থায়নে করোনা ভাইরাস মোকাবেলা ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ মোঃ ইউনুছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা আমানত গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মহসিন মোল্লা, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাওন চৌধুরী, সাইফুল ইসলাম মিজি, জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, আবদুল কাইয়ুম সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান। উপস্থিত ছিলেন ভাগিনা রুবেল, আশিক রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, বর্তমান সরকার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতা দখল করে আছে। আগামী নির্বাচনেও একই কায়দায় ভোটের অধিকার হরণ করার সুযোগ পাবে না। ছাত্রদল, যুবদল ও বিএনপি রাজপথ দখলে রাখবে। তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক এবং জনগণকে সাথে নিয়ে রাজপথ দখলের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়