প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সফর উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চাঁদপুর স্টেডিয়ামে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে একটানা রাত পৌনে ৯টা পর্যন্ত চলে এ প্রতিনিধি সভা। মাঝখানে দুপুরের খাবার ও নামাজের বিরতি দেয়া হয়। প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিসহ কেন্দ্রীয় আরো ক'জন নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এছাড়া কেন্দ্রীয় আরো ক'জন গুরুত্বপূর্ণ নেতা এবং চাঁদপুরের নির্বাচনী আসনগুলোর সংসদ সদস্যগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই তৃণমূল প্রতিনিধি সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সকল সদস্য, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল পৌরসভার মেয়র, আট উপজেলা কমিটির সকল সদস্য, চাঁদপুর পৌর কমিটির সকল সদস্য, অন্য ছয়টি পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলার ৮৯ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এই প্রতিনিধি সভায়।
সভায় তৃণমূল থেকে নেতারা বক্তব্য রাখেন। বিভিন্ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও আরো কিছু নেতা এবং দলীয় জনপ্রতিনিধি বক্তব্য রাখেন। নেতাদের বক্তব্যে তাদের নিজ নিজ এলাকায় সংগঠনের বিশৃঙ্খল অবস্থা, স্থানীয় এমপিদের সাথে তাদের দূরত্ব, জেলার নেতাদের থেকে বিমাতৃসুলভ আচরণ এবং পাওয়া না পাওয়ার ক্ষোভ, দুঃখের কথা উঠে আসে। এমনকি কোনো কোনো সংসদ সদস্যের এলাকায় দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও যে এমপির পক্ষের লোক না হওয়ায় মামলা-হামলার শিকার হয়েছেন, সে বিষয়ও তৃণমূলের নেতারা তাদের বক্তৃতায় তুলে ধরেন। এ ক্ষেত্রে নূরুল আমিন রুহুল এমপি এবং সাংবাদিক শফিকুর রহমান এমপির বিপক্ষে স্থানীয় কয়েকজন নেতার জোরালো বক্তৃতা ছিল বেশ আলোচিত।
তৃণমূলের নেতারা অভিযোগ করেন, এই এমপিরা দলের স্বার্থ না দেখে নিজ নিজ পছন্দের লোক নিয়ে নিজস্ব বলয় তৈরি করেন। তাতে দেখা যায় যে, দলের পরীক্ষিত ত্যাগী নেতারা কোণঠাসা হয়ে পড়েন। তাতে দল চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইভাবে দলের দুর্দিনের নির্যাতিত নেতা-কর্মীরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এসব অভাব-অভিযোগ, বঞ্চনা এবং অসাংগঠনিক কর্মকা-ের কথা তুলে ধরে কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তৃণমূলের নেতারা বলেন, এখনো সময় আছে তৃণমূলে চাপা পড়ে থাকা নেতাদের উঠিয়ে আনেন, তাদের মূল্যায়ন করেন। না হয় দল চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। নেতারা আরো বলেন, দলে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে, হাইব্রিড অনেক নেতাকে দেখা যাচ্ছে। এদের চিহ্নিত করে দলকে এদের থেকে মুক্ত না করলে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর থাকবে না। তাই আওয়ামী লীগের নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে যারা ছাত্রলীগ করেছেন তাদেরকে প্রাধান্য দিতে হবে। কোনো কোনো নেতা এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসনের সময় আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে সক্রিয় ছিলেন, মামলা-হামলার শিকার হয়ে নিষ্পেষিত হয়েছেন, তাদের দিয়ে আওয়ামী লীগের কমিটি করারও পরামর্শ কেন্দ্রীয় নেতাদের দিয়েছেন। তৃণমূলের নেতাদের গঠনমূলক বক্তৃতায় কেন্দ্রীয় নেতারা বেশ উজ্জীবিত ছিলেন।