শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০০:০০

খুলনা ও দিনাজপুরের সাথে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় চাঁদপুর জেলা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

যশোরে অনুষ্ঠিত বঙ্গমাতা আন্তঃজেলা মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দল। দলটি শনিবার খুলনা ও দিনাজপুরের সাথে হেরে গিয়েই টুর্নামেন্ট থেকে সটকে পড়েছে। আর যদি জয়ী হতে পারতো তাহলে সেমি-ফাইনালের টিকেট পেতো। যশোর বাস্কেটবল মাঠে শুক্রবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিলো। টুর্নামেন্টের প্রথমদিনের খেলায় রাজশাহীর সাথে অবশ্য বড় ব্যবধানেই শুভ সূচনা করেছিলো চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দলটি।

শনিবার সকালে চাঁদপুর দলটি প্রথমে অংশ নেয় খুলনা জেলা মহিলা বাস্কেটবল দলের সাথে। দিনের প্রথম খেলাটিতে তারা হেরেছে ৪৬-১৮ পয়েন্টের ব্যবধানে। আর চাঁদপুর জেলা দলের শেষ ম্যাচটি তারা দিনাজপুরের সাথে ২২-১৮ পয়েন্টে হেরে যায়।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা ছিলো- সুমাইয়া আক্তার শারমিন, মিতু আক্তার, আয়েশা আক্তার, নোভা, প্রীতি, সুমাইয়া আক্তার রাখী, খাদিজা আক্তার অপু, সোনিয়া আক্তার, ইতি আক্তার, জায়েদা আক্তার, ইসরাত জাহান ফারিয়া, ফারহানা আক্তার মেঘলা। দলের ম্যানেজার ছিলেন শামসুন্নাহার মেধা ও কোচের দায়িত্বে ছিলেন এম এ জাহিদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়