শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ০০:০০

রাজশাহী জেলা দলকে হারিয়ে চাঁদপুর জেলা দলের শুভ সূচনা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

যশোরে অনুষ্ঠিত বঙ্গমাতা আন্তঃজেলা বাস্কেটবল টুর্নামেন্টের প্রথম খেলায় জয়ী হয়েছে চাঁদপুর জেলা বাস্কেটবল দল। রাজশাহী জেলাকে হারিয়ে তারা শুভ সূচনা করে। আজ শনিবার সকালে খেলবে খুলনা জেলার সাথে এবং দুপুরে খেলবে দিনাজপুর জেলা মহিলা বাস্কেটবল দলের সাথে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তমিজুল ইসলাম। টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় শুক্রবার সকাল সাতটায় যশোর বাস্কেটবল মাঠে রাজশাহী জেলার মুখোমুখি হয় চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দল। খেলায় রাজশাহী জেলা মহিলা বাস্কেটবল দলকে ১৫-১২ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে চাঁদপুর জেলা দল।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়েরা হলেন : সুমাইয়া আক্তার শারমিন, মিতু আক্তার, আয়েশা আক্তার নোভা, তামিম আক্তার প্রীতি, সুমাইয়া আক্তার বিথী, খাদিজা আক্তার অপু, ছানিয়া আক্তার, ইতি আক্তার, জায়েদা আক্তার, ইসরাত জাহান ফারিয়া ও ফারহানা আক্তার মেঘলা। দলের কোচ খান এমএ জাহিদ ও ম্যানেজার শামসুন্নাহার মেধা। যশোরে খেলা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দলের জার্সি উন্মোচন করা হয়। জার্সি উন্মোচন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ অন্যারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়