প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় গৃহবধূ তানিয়া আক্তারের আত্মহত্যার ঘটনায় থানায় নিয়মিত মামলা (মামলা নং-২১) দায়ের হয়েছে। ওই মামলায় গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে গতকাল বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করার মধ্য দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তানিয়া আক্তার (২৫) উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের গুড়গুড়ি নূরপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় অধিবাসী ও তানিয়ার আত্মীয় স্বজন সূত্রে জানা যায়, বেশ কিছু দিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত সোমবার সন্ধ্যার পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওইদিন রাত ১২টার পর যে কোনো সময় সে নিজ গৃহের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্বামী জসিম উদ্দিন ভোরে ঘুম থেকে উঠে তাকে ফাঁসিতে ঝুলতে দেখে। আত্মহত্যার জন্য স্বামী ও স্বামীর গৃহের লোকজনরা প্ররোচিত করেছে এমন অভিযোগে তার ভাই আসলাম বাদী হয়ে কচুয়া থানায় নিয়মিত মামলা করেন। কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন নিয়মিত মামলা দায়ের ও স্বামীকে জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।