প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর নৌ সীমানায় মেঘনা নদীতে নৌ পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে নৌথানার ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেন।
গতকাল ২৭ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নৌপুলিশ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা জাল ফেলে নৌকা নিয়ে পালিয়ে যায়। জব্দকৃত কারেন্ট জালের মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা হবে। জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।