প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জেলা প্রশাসককে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজের ফুলেল শুভেচ্ছা
নবাগত জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হক। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নবাগত জেলা প্রশাসক জেলা জজ আদালতে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) সৈয়দ তফাজ্জল হাসান হীরু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক, সিনিয়র সহকারী জজ মাইনুল ইসলামসহ অন্যরা। জেলা ও দায়রা জজ আদালতের কার্যালয়ে এ সময় বিচার বিভাগসহ জেলার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।