শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুর শহরে দুঘণ্টাব্যাপী কিশোর গ্যাংয়ের দু গ্রুপের সংঘর্ষ ॥ আতঙ্কিত শহরবাসী

গোলাম মোস্তফা ॥

শান্তির শহর চাঁদপুর এখন আর নেই। আতঙ্কের মধ্যে শহরবাসী এখন প্রতিটি মুহূর্ত পার করছে। এ শহরটি যেনো এখন কিশোর গ্যাং বৃদ্ধির প্রশিক্ষণের শহর হিসেবে পরিচিতি পাচ্ছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না কিশোর গ্যাং। প্রতিদিনই শহরের কোথাও না কোথাও কিশোর গ্যাংয়ের হামলা বা কিশোর গ্যাং গ্রুপের শক্তির প্রদর্শনী হচ্ছে। এতে করে আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে শহরবাসী।

গতকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, সিএনজি স্ট্যান্ড, মহিলা কলেজ রোড, আদালত পাড়া ও কুমিল্লা রোডের একাংশে কিশোর গ্যাং দু গ্রুপের সংঘর্ষ এবং অস্ত্রের মহড়ায় এক তাণ্ডবলীলা দেখেছে শহরবাসী। প্রায় দু' ঘণ্টা যাবৎ এ তাণ্ডবলীলা শুধু দু চোখ দিয়ে দেখা ছাড়া আর কিছু বলার ছিলো না শহরের মানুষের। এ অবস্থায় পুলিশ প্রশাসনের কোনো ধরনের তৎপরতা চোখে না দেখে আতঙ্কিত হয়ে যান উল্লেখিত এলাকার জনগণ। পুলিশের সামনে এমন তাণ্ডব চললেও পুলিশ ছিলো নীরব। কিশোর গ্যাং দু গ্রুপের প্রায় ২ ঘণ্টা যাবৎ তাণ্ডবলীলা শেষে মডেল থানা পুলিশের টিম আসলেও এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। এ অবস্থায় ভয়াবহ এক আতঙ্কের মধ্যে রয়েছে চাঁদপুর শহরবাসী।

গত ক'দিন পূর্বে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় কিশোর গ্যাং গ্রুপের হামলার শিকার হয়ে এক কিশোর নিহত হয়। ওই ঘটনায় থানায় মামলা হলে মডেল থানা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে সম্পৃক্ত এক কিশোরকে আটক করে। আর কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

কিশোর গ্যাং দমনে ক'দিন পূর্বে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক নিজে নেতৃত্ব দিয়ে বেশ ক'জন কিশোরকে আটক করে মডেল থানায় সোপর্দ করেন। তারপরও কেনো অগ্রগতি হয়নি আইন-শৃঙ্খলা পরিস্থিতির।

এ অবস্থায় চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত এখন যেনো মহামারি আকারে ধারণ করেছে। এ বিষয়ে সাধারণ জনগণ বলছে, জরুরি ভিত্তিতে কিশোর গ্যাং দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে চাঁদপুর শহর বসবাসের অনুপযোগী হয়ে যাবে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন খবর পেয়ে তাৎক্ষণিক আমি ৩টি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। কিন্তু ওই সময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। তবে তিনি শহরবাসীকে আশ্বস্ত করে বলেন, আমি মডেল থানার দায়িত্বে যে ক'দিন থাকবো, কথা দিচ্ছি কিশোর গ্যাং দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা আমাকে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়