বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সড়কে প্রাণ গেলো কচুয়ার দুই মেধাবী শিক্ষার্থীর

ফরহাদ চৌধুরী ॥
সড়কে প্রাণ গেলো কচুয়ার দুই মেধাবী শিক্ষার্থীর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কচুয়ার দুই মেধাবী শিক্ষার্থীর । ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া পাখির ব্রীজের ওপর ওঠার সময় মালবাহী লরীর চাপায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দুই খালাতো ভাই তানভীর হোসেন রনি ও জাহিদ হাসান জিপু মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কচুয়া আসছিলেন। পথিমধ্যে গজারিয়া এলাকার পাখির মোড় ব্রীজের ওপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরী মোটরসাইকেলটিকে চাপা দেয়। লরীটি রনির পেটের ওপর দিয়ে এবং জিপুর পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই রনি মারা যান। সংজ্ঞাহীন অবস্থায় অন্য মোটরবাইক চালকগণ তাদেরকে পিকাপে করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় পথিমধ্যে জিপুও মারা যান।

তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর আহমেদ রনি পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং জাহিদ হাসান জিপু একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। দুজনই ঢাকা কলেজের মেধাবী ছাত্র এবং পরস্পর সম্পর্কে খালাতো ভাই । পরদিন শুক্রবার সকালে পালগিরি গ্রামে দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়