শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

গৃহস্থের ঘরে চোরের বসতি ও নির্দয় কাণ্ড!

কামরুজ্জামান টুটুল ॥
গৃহস্থের ঘরে চোরের বসতি ও নির্দয় কাণ্ড!

বয়োবৃদ্ধ স্বামী-স্ত্রী ৬ রুমের বিল্ডিংয়ে তালা মেরে চিকিৎসার জন্যে ঢাকা যান। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে দেখেন চোরের দল ঘরের ফ্রিজে রাখা মাংস সহ অন্যান্য খাবার রান্না করে ভোজন করেছে। ইচ্ছেমতো ঘরের সকল মালামাল তছনছ করেছে। ঘরের সকল পানির টেপ খুলে নিয়ে গেছে, চাউলের ড্রামের সব চাউল নিয়ে গেছে, ফ্রিজের আইপিএস খুলে তার ভিতরে থাকা তামার তার, ঘরে অব্যবহৃত অবস্থায় থাকা পুরো এক কয়েল বিআরবি তারের প্লাস্টিকের আবরণ খসিয়ে তামা খুলে নিয়ে গেছে, গ্যাসের চুলাতে রান্নার সময় অন্য কারো নজর এড়াতে জানালার সামনে টানিয়ে দিয়েছে ভারী কাঁথা। এমনই নির্দয়ভাবে চোরের দল চুরির কাণ্ড ঘটায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমড়ারডুগী খান বাড়ির আবুল বাসার খানের বাসাতে।

ঠিক কবে চুরিটি হয়েছে, নাকি চোরের দল ঘরে একের অধিক দিন ছিলো তার সঠিক দিনক্ষণ জানাতে পারেননি এই গৃহকর্তা। ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে ঢাকা থেকে বাড়িতে এসে এমন কাণ্ড দেখে যেন আকাশ ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে পরিবারটির ওপর।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আবুল বাসার খান জানান, চোরের দল বিল্ডিংয়ের পেছনের প্রথম বারান্দার লক কাটে, তারপর গ্রিলের জানালা কেটে ঘরে ঢুকে। চোরচক্র ফ্রিজের মাংস, সেমাই ও ভাত রান্নাবান্না করে খেয়ে গেছে। বাসায় সব আসবাবপত্র তছনছ করেছে। তিনটি স্টিলের আলমারির দরজা ভেঙ্গে খুলে ফেলেছে। তিনটি টয়লেট আর রান্না ঘরের সকল পানির টেপ খুলে নিয়ে গেছে, বেসিনের সোর্স পাইপ খুলে রেখেছে, চাউলের ড্রামের সব চাউল নিয়ে গেছে, ফ্রিজের আইপিএস খুলে ভিতরে থাকা তামার তার, ঘরে অব্যবহৃত থাকা পুরো এক কয়েল বিআরবি তারের প্লাস্টিকের আবরণ খসিয়ে তামা খুলে নিয়ে গেছে, স্বর্ণ দেড় ভরি, স্মার্ট টিভি, জামা-কাপড়, মাংস, চিনি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন-- এসবও নিয়েছে। প্রতিটি রুমের দরজা এমনভাবে ভেঙ্গেছে, যা মেরামতের অযোগ্য। সবকিছু মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে বলে জানান আবুল বাসার খান।

আবুল বাসার খানের মেয়ে জোহরা খান মুক্তা বলেন, মা-বাবা দুজনে ঢাকায় বোনের বাসায় উঠেন। সেখানে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেন। তারা এসে বাসার সব দরজা, তালা ভাঙ্গা দেখতে পান। বাসায় কেউ না থাকায় তারা (চোরেরা) রান্নাবান্না করে খেয়ে গেছে। তারা ঘরে থাকা মুদি মালামাল ও চালের বস্তা নিতেও ভুল করেনি। এমন কাজ কোনো চোরচক্র কখনও করেছে বলে জানা নেই।

আবুল বাসার খানের স্ত্রী আয়শা বেগম বলেন, বাসার স্টীলের আলমারি, ওয়ার্ডরোব সব ভেঙ্গে নতুন নতুন জামা-কাপড়গুলো পর্যন্ত নিয়ে গেছে চোর চক্র।

আবুল বাসারের জামাতা নূর আলম পাটোয়ারী জানান, মা-বাবাকে বাড়িতে নিয়ে এসে দেখি এই অবস্থা। বাবাকে বলেছি আইনের দ্বারস্থ হতে।

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আবুল বাসার খানের বাড়িতে দেখতে গিয়েছি। পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়