প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আজ চাঁদপুরে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় টিম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় টিম আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুরে আহতদের ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে আসছে । উক্ত কর্মসূচি সমূহ বাস্তবায়ন করতে চাঁদপুরে আন্দোলনকারী সকল গ্রুপের সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং এই কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মহিউদ্দিন। এই টিম সকলের দাবি-দাওয়া শুনবে এবং চাঁদপুরের সমস্যাগুলো সমাধানের জন্যে যৌক্তিক আলোচনাও করবে বলে তিনি জানান। স্থান হচ্ছে হাসান আলী হাই স্কুল মাঠ, সময় বিকেল তিনটা।