প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে, সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
শাহরাস্তিতে ত্রাণ বিতরণকালে শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন বলেছেন, টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে চাঁদপুর জেলার মধ্যে শাহরাস্তি উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। অনেক জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । ভারতের এ পানি আগ্রাসন নতুন নয়। শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে দেশকে মরুভূমিতে পরিণত করে, আর আমাদের বর্ষা মৌসুমে যখন পানির প্রয়োজন নেই, বরং পানি বিপদের কারণ হয়, তখন তারা তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভয়াবহ বন্যার দিকে ঠেলে দেয়।
তিনি বলেন, শাহরাস্তির বিভিন্ন ইউনিয়ন ঘুরে যা উপলব্ধি করতে পেরেছি তা হলো, রায়শ্রী উত্তর ও দক্ষিণ অঞ্চল সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। তাদের নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে । বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের প্রয়োজনীয় খাবার ও ঔষধ সরবরাহের জন্যে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া জরুরি । তাই আমি অনুরোধ করবো, প্রত্যেক এলাকায় যারা বিত্তবান রয়েছেন, প্রত্যেকেই তার দায়িত্ববোধ থেকে প্রতিবেশীর খোঁজ খবর রাখুন। ইনশাআল্লাহ আমরাও সাধ্যমত খোঁজখবর রাখার চেষ্টা করছি। একার পক্ষে এই সঙ্কট কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সকলের প্রচেষ্টাতেই এ দুর্যোগপূর্ণ অবস্থা কাটিয়ে তোলা সম্ভব হবে। আল্লাহ এ মুসিবত থেকে আমাদের হেফাজত করুন।
এ ছাড়া ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের আশ্রয় কেন্দ্রে কয়েক ডেক রান্না করা খাবার বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, বামুক চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহ-সংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূর, আলহাজ্ব আব্দুল গফুর খান, মাহতাব উদ্দিন চৌধুরী , মোঃ সুমন মোল্লা, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি মোহাম্মদ রাকিব হোসাইন,শাহরাস্তি উপজেলার সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সেক্রেটারী মোঃ ইকবাল হোসেন, বামুক সদর মাস্টার সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুস সালাম, ইসলামী আন্দোলনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম হোসেন। এছাড়া ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।