প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মতলব উত্তরে জাতীয় পার্টির ত্রাণ তৎপরতা
যে কোনো দুর্যোগে দুর্বিপাকে কিংবা সঙ্কটে জাতীয় পার্টি মানুষের পাশে থাকে
-----এমরান হোসেন মিয়া
মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধের বাইরের মানুষের মাঝে উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকালে শিকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, এখলাসপুর বকুলতলা ও সানকিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক বানভাসির মাঝে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া। এ সময় তিনি বলেন, যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে কিংবা সঙ্কটে জাতীয় পার্টির নেতা-কর্মীরা সবসময়ই সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার প্রাদুর্ভাবের প্রভাবে ও কয়েকদিনের টানা বৃষ্টিতে মতলব উত্তরের মেঘনা- ধনাগোদা সেচ প্রকল্পের ৬৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাইরের কিছু পরিবার বন্দি হয়ে পড়েছে। সেই পরিবারগুলোর খোঁজখবর নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করলাম। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধ ১৯৮৬ সালে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ করে দিয়েছেন। এখন এই বেড়িবাঁধ রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন গাজী, উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম, ছেংগারচর পৌর যুব সংহতির সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক মো. বাশার, ষাটনল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খোকা সরকার, সাধারণ সম্পাদক আবুল বাসার প্রধান প্রমুখ।