প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বন্যার্তদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ
ধর্ম এবং রাজনীতির সহাবস্থানের বিরল দৃষ্টান্ত স্থাপন করতে চায় জামায়াত
-------কাজী দ্বীন মুহাম্মদ
‘বাংলাদেশ জামায়াত ইসলামী শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতার জন্যে রাজনীতি করে না, আর্তমানবতার জন্যেও কাজ করে। বাংলাদেশ জামায়াত ইসলামী চায় বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র কায়েম হোক, একটি সুন্দর সমাজ কায়েম হোক। যেখানে সকল মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারে। আমাদের কেন্দ্রীয় আমির প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন এলাকায় যাচ্ছেন। দেশবাসীকে বার্তা দিয়ে যাচ্ছেন--আমরা সকল দলমত এবং ধর্মের মানুষ একসাথে বসবাস করবো। আমরা অশান্তি চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না। আমরা চাই শুধু শান্তি। ধর্ম এবং রাজনীতির সহাবস্থানের বিরল দৃষ্টান্ত স্থাপন করতে চায় জামায়াত। এই বন্যায় জামায়াতের সকল নেতা-কর্মীকে বলবো, আপনারা বানবাসীদের কষ্ট ফিল করুন। তাদের পাশে থাকুন। প্রয়োজনে রান্না করে সবার মুখে খাবার তুলে দেন। উক্ত কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মুহাম্মদ। তিনি
২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন এবং ফরিদগঞ্জ পৌর এলাকায় উপজেলা জামায়াত এবং পৌর জামায়াতের উদ্যোগে পানিবন্দি ২৫০ পরিবারকে প্রায় দেড় লাখ টাকার খাদ্যসামগ্রী দেয়ার পূর্বে আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবুল হোসাইন ও পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা কফিল উদ্দিন ও পৌর জামায়াতের সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল প্রমুখ।