প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুর পৌরসভার সকল কাজ দ্রুত নিষ্পন্ন হচ্ছে
চাঁদপুর পৌরসভা হতে সকল ধরনের সনদপত্র যেমন-জন্মণ্ডমৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, চারিত্রিক সনদ, ভোটার প্রত্যয়ন, পরিচয়পত্র সংশোধন, বিভিন্ন ধরনের লাইসেন্স প্রদানসহ অন্যান্য সকল ধরনের কাজ দ্রুত গতিতে নিষ্পন্ন করা হচ্ছে। পৌরসভায় অযথা হয়রানির শিকার হলে সরাসরি পৌর প্রশাসক (০১৭৩০০৬৭০৫৩)কে জানাতে বলা হয়েছে। পৌর প্রশাসক ও চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একরামুল ছিদ্দিক তাঁর ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেন। ছবিতে চাঁদপুর পৌরসভার জন্মণ্ডমৃত্যু নিবন্ধন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন পৌর প্রশাসক। এ সময় পৌর নির্বাহী প্রকৌশলী এএইচএম সামছুদোহা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঁইয়া ও অন্যরা উপস্থিত ছিলেন।