প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
ঢাকার রাজপথে গুলিতে নিহত ঈমান হোসেনের পরিবারকে চাঁদপুর জেলা বিএনপির সান্ত্বনা
ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের পাশে আমরা আছি
-----শেখ ফরিদ আহমেদ মানিক
ঢাকার রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। শুক্রবার (৩০ আগস্ট) চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের কৃতী সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে শহীদ হওয়া ঈমান হোসেনের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হয়েছেন চাঁদপুর জেলা বি'এনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এদিন বেলা এগারোটার সময় নিহত ঈমান হোসেনের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন ও সদস্যদের তিনি সান্ত¡না দেন।
এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, অবৈধ শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যে শত শত ছাত্র- জনতা ও বিএনপির নেতা-কর্মীকে গুম-খুন করেছে। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ছাত্র- জনতার আন্দোলনে নিহত শহীদদের আমরা ভুলবো না। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। চাঁদপুরের যারা ঢাকার রাজপথে শহীদ হয়েছেন, জেলা বিএনপি তাদের পরিবারের পাশে আছে।
জনাব শেখ মানিকের সাথে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিমুল্লাহ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তানহা ফারুকী সঞ্চয় পাটওয়ারীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ।