রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

তিন যুবকের সাহসিকতায় বাঁচলো কিশোরের প্রাণ

প্রবীর চক্রবর্তী ॥
তিন যুবকের সাহসিকতায় বাঁচলো কিশোরের প্রাণ

বন্ধুর বাবার জানাজায় যাচ্ছিলেন তিন বন্ধু। ওই সময়ে যে খালের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা, সে খালের একপাশে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আর অন্যপাশে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা। খাল থেকে গোঙানির শব্দ শুনে তারা থমকে দাঁড়ান। কিংকর্তব্যবিমূঢ় হয়ে একটু অপেক্ষার পর দ্রুত খালে পানিতে নেমে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক কিশোরকে উদ্ধার করেন। বাঁধন খুলে ক্ষীণ শ্বাস প্রশ্বাস আছে দেখে প্রথমে রামগঞ্জ এলাকার গাড়ির সন্ধান করেন। না পেয়ে দ্রুত ফরিদগঞ্জ অংশে এসে অটোরিকশা নিয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণে বেঁচে যায় ইসমাইল হোসেন(১৫) নামে ওই কিশোরের। ঘটনাটি মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ ও রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ইছাপুরা এলাকায় ঘটে। উদ্ধার হওয়া ইসমাইল হোসেন রামগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মিজি বাড়ির কাঠমিস্ত্রি সুমন হোসেনের ছেলে এবং পার্শ্ববর্তী রাইমানিয়া হাফেজিয়া মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র।

মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স দেখে তার পিছু পিছু যায়। হঠাৎ করেই কে বা কারা তার মাথার পিছনে বাড়ি দেয়। পিছনে ফিরে সে হেলমেট পরা কয়েকজন লোক দেখতে পায়। এরপর তাকে আরো কয়েক বার আঘাত করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় পানিতে রয়েছে বলে বুঝতে পারে। এক সময়ে সে চিৎকার দেয়ার চেষ্টা করলে কয়েকজন এসে তাকে উদ্ধার করে।

উদ্ধারকারী তিন যুবক রিপন, মনিরুল বাশার লিমন ও সবুজ তারা ইছাপুরায় তাদের বন্ধুর বাবার জানাজায় যাচ্ছিলেন। এমন সময় খাল থেকে গোঙানির শব্দ পেয়ে ছুটে গিয়ে এই কিশোরকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে বেঁচে আছে নিশ্চিত হয়ে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তাকে অক্সিজেনসহ আনুষঙ্গিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করেন তোলেন।

ইসমাইল হোসেনের বোন জামাই মোঃ ফারহাদ জানান, মাগরিবের পর তার শ্যালক ইসমাইল মাদ্রাসায় যায়নি বলে জানায়। পরে মাদ্রাসা থেকেই ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে জানালে তিনি হাসপাতালে ছুটে আসেন।

ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুমতাহিনা জানান, কয়েকজন যুবক ইসমাইল হোসেন নামে এক কিশোরকে সন্ধ্যার পর হাসপাতালে নিয়ে আসে। আমরা দ্রুত তাকে অক্সিজেনসহ আনুষঙ্গিক চিকিৎসা দেই। পরবর্তীতে অবজারভেশনের জন্যে সিটে এডমিট করি। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়