প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে
-----ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা
ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সাথে বন্ধুসুলভ আচরণের পরিবর্তে বরাবরই বৈরিতাপূর্ণ আচরণ করে আসছে। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ভারতে শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে আমাদেরকে মরুভূমিতে রূপান্তর করে। আবার ভরা মৌসুমে পানি ছেড়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে রাখে। ভারতের এ পানি আগ্রাসনের বিরুদ্ধে এখনি রুখে দাঁড়ানোর সময়। সময় এসেছে ভারতের বিরুদ্ধে কথা বলার। ভারতীয় পানি আগ্রাসন রুখে দেবার।
২৭ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় লক্ষ্মীপুর হানারচর ইউনিয়নে পানিবন্দি মানুষের খোঁজ-খবর নেয়া ও তাদের মাঝে হাদিয়া বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন সভাপতি হাফেজ মনির হোসাইন, মুহাম্মদ মাইনউদ্দীন, মোঃ আবু সাইদ বেপারী, মোঃ ইদ্রিস শেখ, মোঃ হোসেন শেখ, মোঃ শুভু শেখ, মোঃ সাব্বির, মোহাম্মদ কাইয়ুম প্রমুখ।