শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাব প্রসঙ্গে ছাত্রসমাজের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি ॥
চাঁদপুর প্রেসক্লাব প্রসঙ্গে ছাত্রসমাজের বিবৃতি

চাঁদপুর প্রেসক্লাব প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন চাঁদপুরের কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য রবিউল আলম। শনিবার (১৭ আগস্ট) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এই বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, চাঁদপুর জেলা ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে বলছি, আপনারা ইতোমধ্যে জানেন, প্রেসক্লাব সংস্কারের বিভিন্ন কাজের বিষয়ে আমাদের যে জার্নালিলস্ট টিম আছে সেটি ৭৬ সদস্য বিশিষ্ট। আমাদের ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কয়েকজন সদস্য মানববন্ধন করে, বিভিন্ন কাজ করে, যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। এর প্রেক্ষিতে প্রেসক্লাব সভাপতি-সাধারণ সম্পাদক ও কমিটির সদস্যবৃন্দের সাথে লিখিত ও মৌখিক আলোচনা সভা হয়। সেখানে আমরা চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষার্থী লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তে আমরা উপস্থিত ছাত্র-ছাত্রীরা স্বাক্ষর করে অনুমোদন দেই। সভাপতি এবং সাধারণ সম্পাদক তা রিসিভ করেন। এই মুহূর্তে আমাদের অভিযোগের বাইরে আরেকটি পক্ষ অন্য একটি অভিযোগ দায়ের করে বলার চেষ্টা করছে, এটা ছাত্ররা দিয়েছে। এটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। আমরা ছাত্ররা এমন কোনো অভিযোগ দেইনি। আমাদের অভিযোগপত্র একটি। সেখানে আমাদের ছাত্রদের স্বাক্ষর এবং স্মারক নাম্বার আছে। আর যেটাতে আমাদের স্বাক্ষর নেই ও স্মারক নাম্বার নেই সেটি হচ্ছে মিথ্যা। এটি হচ্ছে তৃতীয় পক্ষের কাজ। আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা এটার প্রতি তৎপর থাকেন। আমরা এটাকে সমর্থন করি না। আমরা এটার বিরুদ্ধে। আমরা বৈষম্য তৈরি করতে চাই না, আমরা বৈষম্যের বিরুদ্ধে। প্রেসক্লাবের আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ও প্রেসক্লাব কীভাবে পরিচালিত হবে এটা আপনারাই সিদ্ধান্ত নিবেন। তাছাড়া আমাদের প্রস্তাবে নেতৃবৃন্দ যারা ছিলেন তারা জানিয়েছেন আমাদের শিক্ষার্থীদের একটা মনিটরিং টিমের প্রেসক্লাবের সাথে কাজ করার সুযোগ থাকবে। বিভিন্ন দিক আলোচনা ও সমালোচনা করার সুযোগ পাবে। আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমরা আপনাদের পাশে আছি। আপনারাও আমাদের পাশে আছেন। আমাদের যে অভিযোগটি দেওয়া আছে তা আমাদের স্বাক্ষর ও স্মারক নাম্বার সম্বলিত। আমাদের স্বাক্ষর ও স্মারক নাম্বার ছাড়া যে অভিযোগটি আছে তা মিথ্যা। আপনারা তা প্রত্যাখ্যান করবেন। সবাইকে ধন্যবাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়