প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার নিশি (২২) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ শুক্রবার (৫ জুলাই) পাইকপাড়া উত্তর ইউনিয়নের পালতালুক এলাকার ছৈয়াল বাড়িতে নিশির বাবার ঘর থেকে তার লাশ উদ্ধার করে।
নিশির বাবা জামাল হোসেন জানান, গত ৫ মাস পূর্বে পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর এলাকায় সৌদি প্রবাসী মোবারকের কাছে মেয়ের বিয়ে দেন। বিয়ের একমাস পর জামাতা বিদেশে চলে যায়। গত ক’দিন পূর্বে জামাইয়ের বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসে আমার মেয়ে। কিন্তু শুক্রবার নিশির ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে আমার ছোট ভাইসহ ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখি সে ঘরের আড়ার সাথে ঝুলে আছে।
‘পারিবারিক কোনো কলহ আছে কি না’ জানতে চাইলে তিনি বলেন, কোনো ধরনের কলহই ছিল না। মেয়েটা কোনো সমস্যা নিয়ে কখনোই কিছুই জানায়নি। কী কারণে মেয়ে আত্মহত্যা করেছে আমি কিছুই জানি না। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।