বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০

আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগ

কচুয়ায় প্রবাসে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় প্রবাসে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

প্রবাসে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৮ জুন শুক্রবার সকালে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসে নিহত হাবিব হোসেনের জন্য কোরআন খতম, দোয়া মিলাদ, আলোচনা সভা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল খালেক পাটওয়ারীর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া শাখার সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন তালুকদার বেলার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, স্থানীয় ঈদগাহ কমিটির সভাপতি এনামুল হক তালুকদার ও খতিব মাওলানা মহিউদ্দিন। আলোচনা শেষে বিভিন্ন রাষ্ট্র থেকে পাঠনো আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ২৮ মে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আকানিয়া গ্রামের হাবিব হোসেনের মা শাহিনা বেগম ও স্ত্রী তুহিন বেগমের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু ইউসুফ। অনুষ্ঠানে আকানিয়া নাছিরপুর এলাকার গণ্যমান্য ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এ সময় নিহত হাবিবের মা ও স্ত্রীর কান্নায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, আকানিয়া কামাল গাজী বাড়ির ওমান প্রবাসী হাবিব হোসেন স্ত্রী, মা, ১ ছেলে ২ মেয়ে রেখে ২৮ মে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। ৫ জুন তার লাশ আকানিয়া গ্রামে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়