বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া

খালেদা জিয়াকে ভয় পায় বলেই ফ্যাসিবাদী সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না

-----সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জ ব্যুরো ॥
খালেদা জিয়াকে ভয় পায় বলেই ফ্যাসিবাদী সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফরিদগঞ্জে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শুক্রবার বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসাবিহীন রেখেই তাঁকে তিলে তিলে মেরে ফেলতে চাইছে ফ্যাসিবাদী সরকার। তার চিকিৎসা এদেশে নেই এবং পৃথিবীর নির্দিষ্ট কয়েক দেশ ছাড়া তার চিকিৎসা সম্ভব নয় জেনেও সরকার সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে যেতে দিচ্ছে না। এ অবস্থায় মহান আল্লাহর ইচ্ছায় তিনি এখন পর্যন্ত নামমাত্র চিকিৎসা সেবা নিয়েও বেঁচে রয়েছেন। এই সরকারের পতনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করতে হবে। বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলেই ফ্যাসিবাদী সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। আপনারা প্রস্ততি নিন, আগামীতে কঠিন আন্দোলন আসছে। সরকার যেভাবে দেশকে বিদেশের হাতে তুলে দিতে চাচ্ছে, শহীদ জিয়ার আদর্শের সৈনিক বেঁচে থাকতে তা হতে দেয়া যাবে না। ফ্যাসিবাদী সরকার দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। এক ছাগল কাণ্ডে কত রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসছে।

কাতারস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি মানিক পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল কোস্পানী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক এএম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্ম-আহ্বায়ক হারুন পাঠান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, আঃ হান্নান, রিয়াদ যুবদল নেতা ইকবাল পাটওয়ারী, কাতারস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আনোয়ার হোসেন দুলাল, রূপসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন সজিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলম, ছাত্রদল নেতা মনির হোসেন, ইয়াছিন আখন সুজন, সোহেল রানা, জাকির হোসেন বাবলু, মোঃ হোসেন, মোঃ মহসিন প্রমুখ।

আলোচনা শেষে মাওঃ ফরহাদ হোসেন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়