শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০

রাসেলস্ ভাইপারের এন্টিভেনম রয়েছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

কামরুজ্জামান টুটুল ॥
রাসেলস্ ভাইপারের এন্টিভেনম রয়েছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

চাঁদপুর জেলার মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি পাওয়া হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেলস্ ভাইপারসহ সকল বিষাক্ত সাপের বিষ নিষ্ক্রিয় করার এন্টিভেনম পর্যাপ্ত রয়েছে। এমন কি পর্যাপ্ত স্টক রাখার জন্যে কাল ২৫ জুন মঙ্গলবার এন্টিভেনমের আরেকটি চালান আসছে। তাই যে কোনো সাপের কামড়ে কোনো রোগীকে সাপুড়ে বা কবিরাজের কাছে না নিয়ে সোজা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সম্প্রতি রাসেলস্ ভাইপারের লোকালয়ে চলাচল বেড়ে যাওয়ায় তা নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কের সাথে সাথে এন্টিভেনম তথা সাপের কামড়ের সহজ ও চিকিৎসা বিজ্ঞান আবিষ্কৃত টিকার প্রযোজনীয়তা দেখা দেয়। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সগুলোতে এন্টিভেনম পর্যাপ্তকরণের উদ্যোগ নেয়া হয়। সেই সূত্রের কারণে এই এন্টিভেনম দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বছরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের টিকা মানে এন্টিভেনম দেয়া হয়েছে ১১২ জনকে আর চলিত বছরে গত ৫ মাসে এন্টিভেনম দেয়া হয়েছে ২১ জনকে। তবে কোনো রোগীই বিষাক্ত সাপের কামড়ের ছিলো না বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা জানান, রাসেলস ভাইপারসহ সকল বিষাক্ত সাপের এন্টিভেনম আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে রাসেলস ভাইপারে আক্রান্ত রোগীর ইতিহাস এখানে নেই এবং কেউ এন্টিভেনম দিতে আসেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়