বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০

রাসেলস্ ভাইপারের এন্টিভেনম রয়েছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

কামরুজ্জামান টুটুল ॥
রাসেলস্ ভাইপারের এন্টিভেনম রয়েছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

চাঁদপুর জেলার মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি পাওয়া হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেলস্ ভাইপারসহ সকল বিষাক্ত সাপের বিষ নিষ্ক্রিয় করার এন্টিভেনম পর্যাপ্ত রয়েছে। এমন কি পর্যাপ্ত স্টক রাখার জন্যে কাল ২৫ জুন মঙ্গলবার এন্টিভেনমের আরেকটি চালান আসছে। তাই যে কোনো সাপের কামড়ে কোনো রোগীকে সাপুড়ে বা কবিরাজের কাছে না নিয়ে সোজা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সম্প্রতি রাসেলস্ ভাইপারের লোকালয়ে চলাচল বেড়ে যাওয়ায় তা নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কের সাথে সাথে এন্টিভেনম তথা সাপের কামড়ের সহজ ও চিকিৎসা বিজ্ঞান আবিষ্কৃত টিকার প্রযোজনীয়তা দেখা দেয়। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সগুলোতে এন্টিভেনম পর্যাপ্তকরণের উদ্যোগ নেয়া হয়। সেই সূত্রের কারণে এই এন্টিভেনম দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বছরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের টিকা মানে এন্টিভেনম দেয়া হয়েছে ১১২ জনকে আর চলিত বছরে গত ৫ মাসে এন্টিভেনম দেয়া হয়েছে ২১ জনকে। তবে কোনো রোগীই বিষাক্ত সাপের কামড়ের ছিলো না বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা জানান, রাসেলস ভাইপারসহ সকল বিষাক্ত সাপের এন্টিভেনম আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে রাসেলস ভাইপারে আক্রান্ত রোগীর ইতিহাস এখানে নেই এবং কেউ এন্টিভেনম দিতে আসেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়