প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০
গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষা পৌঁছে দেয়া হচ্ছে
--------মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষা পৌঁছে দেয়া হচ্ছে। এই শিক্ষার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। চীনে গ্রামেও কারিগরি শিক্ষার বিস্তৃতি ঘটেছে বহু আগে। কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকে না। রোববার হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালযের ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অহিদুজ্জামান পাটোয়ারীর সভাপ্রধানে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি আরো বলেন, এ দেশের যত উন্নয়ন আওযামী লীগের হাত ধরে হয়েছে। আওয়ামী লীগের সৃষ্টি না হলে এ দেশ স্বাধীন হতো না, ’৬৯-এর গণআন্দোলন হতো না। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বিশ্বের কাছে রোল মডেল।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমরা তোমাদের জীবনের প্রতিটা সেকেন্ডকে গুরুত্ব দিবে। তোমার জন্যে সরকার আধুনিক মানের ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিদ্যালয় করে দিচ্ছে। ভালো মানের শিক্ষক দিচ্ছে, তোমাদের মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছে। আমরা শিক্ষার্থীদেরকে বাইসাইকেল দিচ্ছি, যা পর্যায়ক্রমে আরো দেয়া হবে। তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের জন্যে তোমাদের বাবা-মায়েরা কী পরিমাণ কষ্ট করে। তাদের কষ্টকে মূল্য দিতে হবে, তবেই তোমরা মানুষের মতো মানুষ হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিষয়ে প্রধান অতিথি বলেন, যারা কমিটিতে থাকেন তারা মাঝে মাঝে বিদ্যালয়ে আসবেন। বাচ্চাদের সাথে কথা বলবেন। শিক্ষকগণ পাঠদান ঠিক মতো করেন কিনা নজর দিবেন।
সারাদেশের ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পোঁছে দিয়েছেন উল্লেখ করে নিজ নির্বাচনীর এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোস্তফা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোঃ সেলিম, আলহাজ্ব সেলিম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, ইউপি সদস্য ইয়াছিন শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার, শিক্ষানুরাগী ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তুলশী রাণী পাল, উপজেলা যুবলীগের সদস্য সচিব জাকির হোসেন সোহেল, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম এ খালেক, সাধারণ সম্পাদক অমল ধর, বোরখাল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম খান রনি, সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রাকিব, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমূল আহসান নয়ন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগ প্রবাসী ফোরামের সহ-সভাপতি জসিম উদ্দিন হাওলাদার ইমনসহ উপজেলা ও ইউনিয়ন আওযামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বাণী পাঠ করেন শিক্ষার্থী উম্মে হানি।
উল্লেখ্য, এদিন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপজেলার প্যারাপুর উচ্চ বিদ্যালয় ও মৈশাইদ পল্লী মঙ্গল এজিএস উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। একই দিন বিকেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।