প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০০:০০
নেতারা কে কোথায় ঈদুল আজহা পালন করবেন
আগামীকাল ১৭ জুন দেশে ঈদুল আজহা পালিত হবে। রাজনৈতিক দলের চাঁদপুরের শীর্ষ নেতাদের অনেকেই নিজ নিজ এলাকায় ঈদ পালন করবেন বলে জানা যায়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ পূর্ব শ্রীরামদীতে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল তালতলাস্থ আঃ করিম পাটওয়ারী সড়ক এলাকার বাড়িতে, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী নতুনবাজার ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক নিজ বাড়িতে ঈদ করবেন।
এলাকার ঈদ জামাতে ঈদের নামাজ আদায় করার পর পারিবারিক আয়োজনে পশু কুরবানি দিবেন নেতারা। তাঁরা ঈদের নামাজ আদায় করে এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও দলের নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
চাঁদপুর জেলা শহরের বাইরেও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদ করবেন।