প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মরলো ভাই ওমর ফারুক (৬) ও বোন ফাইজা (৮)। ১৪ জুন শুক্রবার হৃদয়বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা বড় বাড়িতে। নিহত ভাই-বোন এ বাড়ির কামাল হোসেনের সন্তান। ফাইজা স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণী, আর ওমর ফারুক পাশের কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও অফিসার ইনচার্জ।
বড় বাড়ির সফিক জানান, জুম্মার নামাজের কারণে বাড়িতে পুরুষ ছিলো না। সবার অগোচরে শিশুরা বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে আমরা খুঁজে পানি থেকে তুলে হাসপাতালে পাঠিয়ে দেই।
নিহত ওমর ফারুকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার বাবার বন্ধু তুহিন হায়দার জানান, কামালের দুই সন্তানকে পুকুরের পানি থেকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে শুনে আমি হাসপাতালে এসেছি। এখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ফারহানা হোসেন জানান, হাসপাতালে আসার অনেক আগেই শিশুরা মারা গেছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, পানিতে ডুবে ভাই-বোন মারা যাবার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।