বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:০০

বিপুল পরিমাণ নিষিদ্ধ জালসহ ১০ জেলে আটক

অনলাইন ডেস্ক
বিপুল পরিমাণ নিষিদ্ধ জালসহ ১০ জেলে আটক

হাইমচরের মেঘনা নদীর চরভৈরবী এলাকায় নৌপুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫০ হাজার মিটার জাল ও মাছ ধরার ইঞ্জিনচালিত ২টি নৌকা।

৭ জুন শুক্রবার সকালে আটক ১০ জেলেকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। তার আগে মৎস্য সংরক্ষণ আইনে এসব জেলের বিরুদ্ধে মামলা দায়ের করে নৌপুলিশ।

নৌপুলিশ নীলকমল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জিএম নাসিম হোসেন একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

নীলকমল ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জিএম নাসিম হোসেন জানান, মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর সময় এই ১০ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ইঞ্জিনচালিত ২টি নৌকা জব্দ করা হয়।

নৌ পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আটক জেলেদের বাড়ি বরিশাল জেলার হিজলা ও গৌরনদী উপজেলায়। সূত্র : সময় টিভি অনলাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়