বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০০:০০

প্রবাসী মতিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ

২৬ লাখ টাকায় বাজার ইজারা নিয়ে মসজিদ মাদ্রাসায় দান

স্টাফ রিপোর্টার ॥
প্রবাসী মতিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ

বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও গরিব অসহায়দের মাঝে দান করার জন্যে ২৬ লাখ টাকায় বাকিলা বাজার ইজারা নিলেন আব্দুল মতিন স্বপন নামে এক কুয়েত প্রবাসী। বাজারের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও হাসিল কম নিয়ে দানের চিন্তায় তার এমন উদ্যোগ। আর তিনি হলেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের মৃত বজলুল গণির ছেলে কুয়েত প্রবাসী আব্দুল মতিন স্বপন। এলাকায় এবং প্রবাসে যাকে সবাই তাকে দাদা ভাই হিসেবে চিনে।

জানা যায়, বাকিলা ইউনিয়নের কৃতী সন্তান আব্দুল মতিন স্বপন দীর্ঘ ২৬ বছর ধরে প্রবাস করছেন। সেই থেকে তিনি তাঁর সামর্থ্য অনুযায়ী বাকিলা ইউনিয়নের গরিব অসহায়সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্নভাবে তিনি টাকা পয়সা দান করে আসছেন। তারই ধারাবাহিকতায় দানের হাতকে আরো গতিশীল করতে এবং বাকিলা বাজারের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার তিনি ২৬ লাখ টাকায় বাকিলা গরুর বাজারটিসহ বাজার ইজারা নিয়েছেন। গরুর বাজারে ব্যবসায়ীদের আসার আগ্রহ জাগাতে কমিয়ে দিয়েছেন হাসিলের টাকা। আগে যেখানে গরুর বাজারটিতে একেকটি গরু বিক্রি হলে ৮শ’ থেকে ১ হাজার টাকা হাসিল নেয়া হতো। সেখানে তা কমিয়ে মাত্র ৩শ’ টাকার মধ্যে নির্ধারিত হাসিল আদায় করছেন।

আর ইজারার সেই টাকা এবং সম্পূর্ণ লভ্যাংশসহ যা আয় হবে তার পুরোটাই তিনি তার ইউনিয়নে থাকা বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে দান করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে দীর্ঘদিনের পুরনো বাকিলা বাজারটি এমন একজন দানশীল ব্যক্তি ইজারা পাওয়ায় অনেক উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছেন বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।

অনেক ব্যবসায়ীরা বলেন, আব্দুল মতিন স্বপন একজন দানশীল ও ভালো মনের মানুষ। তিনি অনেক বছর ধরেই আমাদের এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে অনেক দান সদকা করে আসছেন। তিনি যে ২৬ লাখ টাকায় বাজারটি ইজারা নিয়েছেন, তার পুরো টাকাই তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও গরিব অসহায়দের মাঝে দান করবেন।

ক’জন গরু ও ছাগল ব্যবসায়ী বলেন, দাদাভাই এই বাজারটি ইজারা নেয়াতে আমরা অনেক খুশি হয়েছি। কারণ আগে যেখানে একটি গরু বিক্রি হলে ৮শ’ থেকে ১ হাজার টাকা হাসিল উসুল করা হতো। সেখানে তিনি তা কমিয়ে দিয়ে মাত্র ৩শ’ টাকা করে নিচ্ছেন। আর এই ইজারার সমস্ত আয় তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করবেন।

এ বিষয়ে আব্দুল মতিন স্বপন বলেন, আমি জীবনে অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছি। জীবনে প্রথম তিন হাজার টাকা বেতনে চাকরি শুরু করি। আর সেই কষ্ট থেকেই আমার অতীত জীবনের কথা চিন্তা করে মানুষের কষ্টটাকে অনুভব করে মানুষের কল্যাণে কাজ করার জন্যে চিন্তা। এছাড়া আমার মা-বাবারও একটা অনুরোধ ছিলো, আমি জীবনে যা রোজগার করি, অন্তত সামর্থ্য অনুযায়ী যাতে মানুষকে সাহায্য সহযোগিতা করি।

বাজার ইজারার বিষয়ে তিনি বলেন, ২৬ লাখ টাকা দিয়ে আমি এই বাজারটি ইজারা নেয়ার মূল কারণ হলো হাসিল কমিয়ে দিলে অনেক ক্রেতা ও ব্যবসায়ীরা এই বাজারে আসতে উদ্বুদ্ধ হবেন। এতে করে বাকিলা বাজারের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবো। আর এই ইজারার সমস্ত আয় আমার ইউনিয়নের বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা ও গরিব অসহাদের মাঝে দান করে দেবো। তিনি আরো বলেন, যদি পুনরায় আমি বাজারটি নাও পাই তাহলে ওই ২৬ লাখ টাকার পুরোটাই আমি দান করে দেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়