বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০০:০০

কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন

ভোট কেন্দ্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার ॥
ভোট কেন্দ্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ফরিদগঞ্জ ও কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গতকাল ৫ জুন বুধবার এ দুটি উপজেলার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।

এ সময় জেলার শীর্ষ এই দুই কর্মকর্তা ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন। ভোট কেন্দ্রের আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণসহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সাথে দায়িত্ব পালনের জন্যে নির্দেশ প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্), পঙ্কজ কুমার দে (অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল), শ্রীমা চাকমা (অতিরিক্ত পুলিশ সুপার, রিভার), ইয়াসির আরাফাত (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল), খায়রুল কবীর (সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল), মোঃ রিজওয়ান সাঈদ জিকু (সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল)সহ জেলা নির্বাচন অফিসার, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়