বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০

আজ খেলবে টিম ডাকাতিয়া ও অঙ্গনা ক্রীড়া সংগঠন

চাঁদপুর ক্রিকেট একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠলো আবাহনী

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর ক্রিকেট একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠলো আবাহনী

চাঁদপুর স্টেডিয়ামে ড্যাফোডিল চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন মঙ্গলবার সেমি-ফাইনালের খেলায় চাঁদপুর ক্রিকেট একাডেমির সাথে ৬ উইকেটে জয়লাভ করে ফাইনালে উঠলো চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্র। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ- কমিটির ব্যবস্থাপনায় আজ বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে শক্তিশালী টিম ডাকাতিয়া ও অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠন। আজ যে দল জিতবে সেই দলই ফাইনালে লড়বে চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্রের সাথে।

মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চাঁদপুর ক্রিকেটে একাডেমী। তারা নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৩৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে তন্ময় ৭৪ বলে ৫১ রান ও মুরসালিন ৭০ বলে ৩২ রান করেন।

আবাহনী ক্রীড়া চক্র ১৪৪ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। তারা ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যান। দলের পক্ষে ব্যাট হাতে সাখাওয়াত ৬৪ বলে ৬৪ ও সাদ্দাম ৮ বলে ৪ রান করেন। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন আবাহনীর সাখওয়াত।

ম্যান অব দা ম্যাচে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, সাবেক ক্রিকেটার এসএম রাসেল, সাইফুল ইসলাম সুমন, ভুট্টো, সোহাগ সহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়