প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী অনুষ্ঠানে এমএ হান্নান
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে পালন করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে আলোচন সভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
৩১ মে শুক্রবার উপজেলার শোল্লা আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ফরিদগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। এ সময় তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। আজ এই মহান মানুষটির ৪৩তম শাহাদাতবার্ষিকী। গভীর শ্রদ্ধাভরে আমার এই প্রিয় নেতাকে স্মরণ করছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তিনি যেন আমার প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, ডাক্তার আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম, মাসুদ বেপারী প্রমুখ। এ সময় ইউনিয়ন বিএনপি, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন শতাধিক এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।