প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০
আজ ব্যাংকার ইবনুল বাশার খোকনের ৪র্থ মৃত্যুবার্ষিকী
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশারের ছোটভাই ইবনুল বাশার খোকনের আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুভাই, ৩ বোন, স্ত্রী ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও শুভাকাক্ষ্মী রেখে গেছেন।
উল্লেখ্য, ইবনুল বাশার খোকন ২০২০ সালের ৩ জুন বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকার মাদারটেক দক্ষিণগাঁও মজুমদার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন বাদ জোহর জানাজা শেষে ঢাকা মাদারটেক দক্ষিণ গোরস্তানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার ছিলেন।