প্রকাশ : ০২ জুন ২০২৪, ০০:০০
দুপাড়ের মানুষের ঝুঁকিতে চলাচল
পদ্মা নদীর বুকে জেগে ওঠা চরের পূর্বদিকে চাঁদপুরের রাজরাজেশ্বরের বাঁশগাড়িসহ বিশাল এলাকা। যেখানে প্রায় দশ হাজার মানুষের বসতি। অপরদিকে পশ্চিম দিকে শরিয়তপুরের বন্দুকসি বাজার। মাঝখানে পদ্মা নদীর বড় ক্যানেল। বাঁশগাড়ির দুই তৃতীয়াংশ মানুষ শরিয়তপুরের ওই বাজারের ব্যবসায়ী ও ভোক্তা। আবার কেউ কেউ পশ্চিম পাড়ে বসবাসও করছেন। তাইতো বাজারের ব্যবসায়ীরা নিজ উদ্যোগে তৈরি করেছেন দুই জেলার সেতুবন্ধনে ও নিজস্ব প্রয়োজনে বাঁশ দিয়ে তৈরি প্রায় ৩শ’ মিটার লম্বা চমৎকার সাঁকো। অনেকটা ঝুঁকি নিয়েই বিশাল জনগোষ্ঠী চলাচল করছে এ সাঁকো দিয়ে। দুপাড়ের ভুক্তভোগী জনগোষ্ঠীর দাবি স্থায়ী একটি সেতুর। জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসলেই এ সমস্যার সমাধান সম্ভব। ছবি ও প্রতিবেদন : মির্জা জাকির।