মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০

আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

মিজানুর রহমান ॥
আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আজ ১ জুন শনিবার চাঁদপুরসহ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪। এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। চাঁদপুর জেলায় ৩ লাখ ৫৩ হাজার ১৮৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন এলাকার দুই হাজার ২৩২টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ ১ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ২০৪জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৩ হাজার ৯৮৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

৩০ মে বৃহস্পতিবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ জুন-২০২৪ উপলক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন বলেন, আমার কার্যালয়ের আওতাধীন চাঁদপুর জেলার ৮টি উপজেলা, ২টি পৌরসভা (ইপিআই কার্যক্রম চলমান), ৯২টি ইউনিয়ন, ২৭৬টি ওয়ার্ড, পৌরসভার ১৯টি ওয়ার্ড (ইপিআই কার্যক্রম চলমান)-এ ২ হাজার ২৩২টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়ে যেতে মা-বাবা ও অভিভাবকদের অনুরোধ করেন এবং শিশুর বয়স ছয়মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তাটি প্রচার করার আহ্বান জানান। আর শিশু জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধই সন্তানের জন্য যথেষ্ট বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এদিন অসুস্থ কোনো শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে না। বাদপড়া শিশুরা সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে নিতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়