বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০

কচুয়ার কৃতী ছাত্রী ছামিহা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্যে মনোনীত

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ার কৃতী ছাত্রী ছামিহা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্যে মনোনীত

কচুয়া উপজেলার বিএবি উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্রী ছামিহা আক্তার প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্যে মনোনীত হয়েছে। ছামিহা কড়ইয়া ইউনিয়নের লুন্তি সওদাগর বাড়ির আলহাজ্ব আব্দুস সালাম সওদাগরের কন্যা। তার পিতা আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, ছামিহা ৬ষ্ঠ শ্রেণি থেকে নিয়মিত পড়ালেখার পাশাপাশি স্কাউটিংয়ের সাথে জড়িত। সম্প্রতি জেলা অঞ্চল ও জাতীয় পর্যায়ে স্কাউটিংয়ের বিভিন্ন ধাপের পরীক্ষায় অংশগ্রহণ শেষে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের জন্যে মনোনীত হয় সে। বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি ছামিহাকে পিএস পদক প্রদান করবেন।

ছামিহা তার অনুভূতি প্রকাশ করে বলেন, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বহু প্রতীক্ষার পর দীর্ঘ দিনের পরিশ্রমের ফলে আমার স্বপ্নপূরণ হয়েছে। একজন স্কাউটের জীবনে বড় প্রাপ্তি পিএস পদক লাভ। আমার বাবা-মার সাহস ও অনুপ্রেরণায় আমি পিএস পদকের জন্যে মনোনীত হয়েছি। সর্বোপরি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যদের সহযোগিতায় আমার এ অর্জন সম্ভব হয়েছে। আমি সকলের নিকট কৃতজ্ঞ ও দোয়া প্রার্থী।

ছামিহার পিতা আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর বলেন, ছামিহা পড়ালেখার পাশাপাশি স্কাউটিংয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তার লেখাপড়ায় যেমন আগ্রহ, স্কাউটিংয়ের জন্যেও একই রকম মেধা ও পরিশ্রম করেছে। তার সফলতার জন্যে বিদ্যালয়ের শিক্ষকদের নিকট আমি ঋণী। আমার মেয়ের জন্যে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী সকলের নিকট দোয়া কামনা করছি।

এক প্রতিক্রিয়ায় ছামিহার গ্রুপ লিডার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী জানান, আমাদের বিদ্যালয়ের ৩ মেধাবী শিক্ষার্থী ছামিহা আক্তার, ফাতেমা আক্তার ও আঞ্জুমা আখতার তাদের যোগ্যতার স্বীকৃতিস্বরূপ পিএস পদক লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। তাদের জন্যে আমাদের শুভ কামনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়