প্রকাশ : ২৯ মে ২০২৪, ০০:০০
সড়কে ঝরলো তরুণ সংবাদকর্মীর প্রাণ
দিনশেষে চলেই গেলেন তরুণ সংবাদকর্মী কামরুল হাসান (২০)। সড়ক দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। কামরুল হাজীগঞ্জের অনলাইন নিউজপোর্টাল ‘আরকে নিউজ ৭১’-এ কর্মরত ছিলেন। পারিবারিক অসচ্ছলতার কারণে তিনি চাঁদপুর সরকারি কলেজে অনার্সে পড়ালেখার পাশাপাশি একটি কুরিয়ার সার্ভিসে কাজ করতেন। মূলত কুরিয়ারের পার্সেল নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ওইদিন রাতেই তার ব্রেইনের অপারেশন করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। পরদিন সোমবার (২৭ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল হাসান। একই দিন সন্ধ্যার পর জানাজা শেষে কুমিল্লার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
নিহতের পরিবার সূত্র জানা যায়, রোববার (২৬ মে) বিকেলে কুরিয়ারের পার্সেল নিয়ে কচুয়া যাওয়ার পথে শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া-কচুয়া সড়কের রহিমানগর এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত স্কুটারের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় তাকে। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উনকোট গ্রামের মোঃ আব্দুল কাদের সওদাগরের ছেলে বড় ছেলে। জন্মসূত্রে সে তার পরিবারের সাথে হাজীগঞ্জে বসবাস করতো ও চাঁদপুর সরকারি কলেজে অনার্স শেষবর্ষের শিক্ষার্থী ছিলো। পরিবারে তার বাবা, মা, বড় বোন ও ছোট ভাই রয়েছে।