বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০

মতলব উত্তরে ১২শ’ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব উত্তর ব্যুরো ॥
মতলব উত্তরে ১২শ’ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১ হাজার ২০০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। ২৬ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার কলাকান্দা ঈদগাহর সামনে পাকা রাস্তার উপর ও ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের ফরিদ মিয়ার ভাড়া বাসার নীচতলার উত্তর পাশে আসামী মোঃ ইমরান হোসেন রিয়াজের শয়নকক্ষ হতে ১ হাজার ২শ’ পিচ ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতলব উত্তর থানায় কর্মরত এসআই (নিঃ) সুজিত চন্দ্র দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলো- ইমরান হোসেন রিয়াজ (২৬), মোঃ নিশাত (২৪) ও জাহিদ হাসান প্রকাশ রাজু (২৫)।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত চন্দ্র দে জানান, ইমরান হোসেন রিয়াজের দেখানো মতে তার শয়ন কক্ষের তোষকের নিচ হতে সাদা পলিথিনে মোড়ানো ৬টি প্যাকেট থেকে ১১শ’ পিচ, নাঈম সিদ্দিক নিশাতের দেহ তল্লাশীকালে তার পরিহিত জিন্সের প্যান্টের পকেটে রক্ষিত অবস্থায় ৫০পিচ ও মোঃ জাহিদ হাসান প্রকাশ রাজুর দেহ থেকে ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মোঃ ইমরান হোসেন রিয়াজ কুমিল্লা জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন বাতাবাড়িয়া হালিমানগর, ৫নং ওয়ার্ডের দুলাল মিয়া ও ফেরদৌসী বেগমের ছেলে। তিনি ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বালুচর গ্রামের ফরিদ মিয়ার ভাড়াটিয়া।

মোঃ নিশাত মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরদার বাড়ির আব্দুল হালিম ও নাজমুন নাহারের ছেলে। জাহিদ হাসান প্রকাশ রাজু দশানী গ্রামের ফারুক প্রধান ও আনোয়ারা বেগমের ছেলে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মতলব উত্তর থানার এফআইআর নং-৩৩, তারিখণ্ড ২৭ মে, ২০২৪; জি আর নং-১৫৪, তারিখণ্ড ২৭ মে, ২০২৪; সময়- ০০.৩৫ ঘটিকার সময় ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা পার্শ্ববর্তী কুমিল্লা থেকে ইয়াবাগুলো স্বল্প দামে ক্রয় করে অত্র থানা এলাকায় বেশি দামে বিক্রি করে বলে স্বীকার করেছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়