বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০

জনতা ব্যাংক পুরাণবাজার শাখা

নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুভ উদ্বোধন

জনতা ব্যাংক পিএলসি চাঁদপুর পুরাণবাজার শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গতকাল ২৬ মে রোববার সকাল দশটায় শাখাটির নতুন ভবনে যাত্রা শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (চলতি দায়িত্বে) মোঃ রাফেউল আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কেক কাটেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি চাঁদপুর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ মুনিরুল আলম মুজিব, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জনতা ব্যাংক চাঁদপুর এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক অশেষ কুমার রায়। সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, চাঁদপুর পুরাণবাজার শাখার ব্যবস্থাপক বলাই চন্দ্র সরকার।

ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মিতা ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক ও চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা, নাজমুল পাটওয়ারী, জনতা ব্যাংক সিবিএ সভাপতি মোঃ শরীফ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুর চেম্বারের পরিচালক পরেশ মালাকার, ব্যাংকের গ্রাহক ও সিনিয়র ব্যবসায়ী শেখর পাল, গোবিন্দ চন্দ্র সাহা, মোঃ সেলিম হাওলাদার, এমরান হোসেন, শ্রী কৃষ্ণ পাল, সুশান্ত রায় লিটন, বিপ্লব সাহা (মেসার্স সহদেব সাহা)সহ ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন। নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে নতুন গ্রাহক হন বাজারের পরিচিত ব্যবসায়ী বাতাসা পট্টির নারায়ণ স্টোরের মালিক গোবিন্দ চন্দ্র সাহা।

উল্লেখ্য, উন্নয়নে আপনার বিশ্বস্ত অংশীদার এই স্লোগানে জনতা ব্যাংক লিঃ চাঁদপুর পুরাণবাজার শাখার কার্যক্রম দীর্ঘবছর নিতাইগঞ্জ পানগোলা ফজলুর রহমান চৌধুরীর ভবনে চলে আসছিল। সেখান থেকে এই শাখাটি ব্যবসায়ীদের আরো কাছাকাছি লেনদেনের সুবিধার্থে বাজার এলাকার তামাক পট্টি, বঙ্গশ্রী মার্কেটের দ্বিতীয়তলায় স্থানান্তরিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়