বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০

ঘূর্ণিঝড় সতর্কতায় জেলা পুলিশের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥
ঘূর্ণিঝড় সতর্কতায় জেলা পুলিশের প্রস্তুতি

ঘূর্ণিঝড় 'রেমাল' মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে চাঁদপুর জেলা পুলিশ। চাঁদপুর ডিস্ট্রিক্ট পুলিশ ফেসবুক পেইজে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) এই তথ্য জানিয়েছেন। বিশেষ প্রয়োজনে জেলা পুলিশের হটলাইন নম্বর : ০১৩২০-১১৬৮৯৮ অথবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

পুলিশ সুপার বলেন, আপনার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ সবসময় আপনার পাশে আছে। এ বিষয়ে নদী তীরবর্তী এলাকার জনসাধারণকে সম্ভাব্য ঘূর্ণিঝড় থেকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়।

ঘূর্ণিঝড়/জলোচ্ছ্বাসের প্রাক-প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে করণীয় :

আপনার ঘরগুলোর অবস্থা পরীক্ষা করুন। আরও মজবুত করার জন্যে ব্যবস্থা গ্রহণ করুন। যেমন : মাটিতে খুঁটি পুঁতে দড়ি দিয়ে ঘরের বিভিন্ন অংশ বাঁধা।

পূর্বাভাস পাওয়া মাত্রই নিকটবর্তী নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন।

আপনার অতি প্রয়োজনীয় কিছু দ্রব্যসামগ্রী যেমন- চাল, ডাল, দিয়াশলাই, শুকনো কাঠ, পানি, ফিটকিরি, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, ওরস্যালাইন ইত্যাদি পানি নিরোধন পলিথিন ব্যাগে অথবা শুকনা জায়গায় সংরক্ষণ করুন।

গৃহপালিত পশু-পাখি (গরু-ছাগল, হাঁস-মুরগী) নিকটস্থ উঁচু স্থানে বা নিরাপদ স্থানে রাখুন।

আশ্রয় নেয়ার জন্যে নির্ধারিত বাড়ির আশপাশে গাছের ডালপালা আসন্ন ঝড়ের আগেই কেটে রাখুন, যাতে ঝড়ে গাছগুলো ভেঙে বা উপড়ে না যায়।

প্রতি ১৫ মিনিট পর পর ঘূর্ণিঝড়ের খবর শুনতে থাকুন।

দলিলপত্র ও টাকা-পয়সা পলিথিনে মুড়ে নিরাপদ স্থানে রাখুন।

টিউবওয়েলের মাথা খুলে পৃথকভাবে সংরক্ষণ করুন এবং টিউবওয়েলের খোলা মুখ পলিথিন দিয়ে ভালোভাবে আটকে রাখুন, যাতে ময়লা বা লবণাক্ত পানি টিউবওয়েলের মধ্যে প্রবেশ না করতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়