বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০

নামাজ শেষে বৃদ্ধ দেখেন তার অটোবাইকটি নেই!

কামরুজ্জামান টুটুল ॥
নামাজ শেষে বৃদ্ধ দেখেন তার অটোবাইকটি নেই!

জামায়াতের সাথে মাগরিবের নামাজ পড়তে মসজিদে ঢুকেন। মসজিদের বাইরে রাখেন নিজের ব্যাটারী চালিত অটোবাইকটি। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে দেখেন অটোবাইকটি নেই। নেই তো নেই। মানে চুরি হয়ে গেছে নিজের সংসার চালানোর একমাত্র সম্বল অটোবাইকটি। সাথে সাথে কান্নায় ভেঙ্গে পড়েন ৬৫ বছর বয়সী মোঃ ফজলুল হক। ২৫ মে শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের কাজী বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মোঃ ফজলুল হক উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের উম্মত আলী হাজী বাড়ির বাসিন্দা।

স্থানীয়রা জানান, ফজলুল হক বয়স্ক মানুষ হওয়ায় অন্য কোনো কাজ করতে পারনে না। তাই ঋণ করে অটোবাইকটি কিনেছেন এবং এই অটোবাইক চালিয়ে স্ত্রী ও ছোট এক ছেলেকে নিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। কিন্তু অটোবাইকটি চুরি হয়ে যাওয়ার কারণে তিনি বিপাকে পড়েছেন।

বড়কুল পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য আনিছুর রহমান বলেন, ফজলুল হক অসহায় মানুষ। তিনি অটোবাইকটি চালিয়ে সংসার চালাতেন। কিন্তু তার অটোবাইকটি চুরি হয়েছে জেনে খারাপ লাগছে।

চুরির বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও মসজিদ সংলগ্ন কাজী বাড়ির বাসিন্দা হাজী মোঃ কবির হোসেন কাজী। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মসজিদের সামনে একজন বয়স্ক লোকের কান্নাকাটি দেখে জানতে পারি, বৃদ্ধের অটোবাইকটি চুরি হয়ে গেছে।

তিনি আরো বলেন, মসজিদে সিসিটিভি (ক্লোজ সার্কিট ক্যামেরা) আছে। যা আমরা মোবাইলে দেখি। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার ফলে এবং মোবাইলে কোনো কিছু স্পষ্ট দেখা না যাওয়ার কারণে চোরকে চেনা যায়নি। পরে মসজিদের মুসল্লিসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও অটোবাইকটি আর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়