বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ মে ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে চিংড়ি প্রতীকের সমর্থনে মিছিল ও সমাবেশ

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে চিংড়ি প্রতীকের সমর্থনে মিছিল ও সমাবেশ

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদারের সমর্থনে উপজেলা সদরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমানের নেতৃত্বে ২৪ মে শুক্রবার বিকেলে বিশাল মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে চিংড়ি প্রতীকের পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান বলেন, আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে আমাদের সকলের প্রিয় খাজে আহমেদ মজুমদারের বিজয় নিশ্চিত করবো।

এ সময় আরো বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পাবেল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রবিন, উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল সুইট, আলাউদ্দিন মিয়াজী, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল মিয়াজী ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।

এছাড়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য রুহুল আমিন রুবেল, সবুজ আলম, ইকবাল হোসেন পাটওয়ারী, যুবলীগ নেতা এসডি মানিক, মহন মিজি, ছাত্রলীগ নেতা রায়হান হোসেন বাবু, সুলতান মীর্জা সবুজ, কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহমেদ, রিমন মেহেদী, সিয়াম পাটওয়ারী, রাজিব হোসেন পাটওয়ারী, নাজির আহমেদ, ইকবাল হোসেন, রহিম, রুবেল, সৈকত, পারভেজ মিয়াজী, ছাত্রলীগ নেতা দীপু, এমরান পাঠান, হৃদয় পাঠান, রায়হান, সেফায়েত উল্লা, তানভীর হোসেন, তৌহিদুল ইসলাম পিয়াস, এমরান হোসেন মাহিন, এমরান হোসেন শুভ, এমরান হোসেন, রনি, আলী আকবর, ফখরুল আলম, ইফাদ হোসেন, জহির হোসেন, রাজু, শাহাদাত, জসিম. রিয়াদ, হকার্স লীগের সভাপতি সুমনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়