বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ মে ২০২৪, ০০:০০

সম্পত্তির জন্যে মাকে গুমের অভিযোগ ॥ ছেলেসহ তিনজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥
সম্পত্তির জন্যে মাকে গুমের অভিযোগ ॥ ছেলেসহ তিনজনের বিরুদ্ধে মামলা

এ কেমন নিষ্ঠুরতা! পাষ- ছেলে দুই ভাইকে বঞ্চিত করে মায়ের সম্পত্তি লিখে নিয়ে ঘটনা ধামাচাপা দিতে শ্বশুর ও স্ত্রী মিলে মাকে গুম করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী ছেলে ইসমাইল ঢালীর স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে স্বপন ঢালী, তার স্ত্রী ফাহিমা বেগম ও শ্বশুর আব্দুর রহমান বেপারীকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। নিখোঁজ মায়ের সন্ধান পেতে মেজো ছেলে সৌদি প্রবাসী ইসমাইল ঢালী দেশে এসে মাকে হন্যে হয়ে খুঁজছে।

প্রবাসী ইসমাইল ঢালী অভিযোগ করে বলেন, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোয়ালনগর গ্রামে বাবা-মাসহ সপরিবারে বসবাস করত। পরিবারের সুখের কথা চিন্তা করে তিন ভাই সৌদি আরবে পাড়ি জমায়। বাবার টাকায় কোড়ালিয়া মাতব্বর বাড়ি রোডে ৪ শতাংশ জায়গা মা হোসনে আরা বেগমের নামে ক্রয় করে। ২০১৮ সালে সেই জায়গা বড় ভাই স্বপন ঢালী দেশে এসে দুই ভাইকে বঞ্চিত করে কৌশলে চাপ প্রয়োগ করে মায়ের কাছ থেকে জোরপূর্বক সম্পত্তি লিখে নেয়। এ ঘটনা জানাজানি হলে বড় ছেলে স্বপন ঢালী ও তার শ্বশুর আব্দুর রহমান ও তার স্ত্রী ফাহিমা বেগম মিলে মা হোসনে আরা বেগমকে গুম করে ফেলে।

এদিকে মায়ের খোঁজ না পেয়ে মেজো ছেলে ইসমাইল ঢালী তার স্ত্রীকে বাদী করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি ডিবি পুলিশের এসআই অনুপ কুমার দে তদন্ত করলেও মামলায় উল্লেখিত সাক্ষীদের সাক্ষ্য না নিয়ে ঘটনাস্থলে না গিয়ে বাদীর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। অবশেষে বাদী প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেন। ১০ জুন আদালতে শুনানি করে পরবর্তীতে নির্দেশ দেয়া হবে।

এ ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ছেলে স্বপন ঢালী, তার স্ত্রী ফাহিমা বেগম ও শ্বশুর আব্দুর রহমান বেপারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে মাকে গুম করার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানান বাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়