প্রকাশ : ২৬ মে ২০২৪, ০০:০০
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
চাঁদপুর সদর মডেল থানা, পুরাণবাজার ফাঁড়ি পুলিশ কর্তৃক সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)-এর দিক নিদের্শনায় ২৪ মে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ (চাঁদপুর সদর মডেল থানা) এবং রাজীব শর্মা (ইনচার্জ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ি)-এর তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ সাজাপ্রাপ্ত ও ৪টি লালকালির জিআর ওয়ারেন্টভুক্ত মাদক মামলার পলাতক আসামী মোঃ সবুজ ক্বারী (৩৩)কে চট্টগ্রাম আকবর শাহ থানা এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ সবুজ ক্বারী (৩৩) চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার মোহাম্মদ বিল্লাল ক্বারীর ছেলে। চাঁদপুর সদর মডেল থানার জিআর মামলা নং-১৩৪/১৯ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)-এর ১০(ক) ধারায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ চাঁদপুর গত ১০/১২/২০২৩ খ্রিঃ আসামী সবুজ ক্বারীর বিরুদ্ধে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও তার নামে জি আর-৩২২/১৯, জি আর ৩৮৩/২০, জি আর ২১৫/২২, জি আর ৬৯০/২১ লালকালির জিআর ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ২৪ মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।