বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০

মেঘনায় নৌ-থানার বিশেষ অভিযানে নয় বাল্কহেডের ১০ জন আটক

মিজানুর রহমান ॥
মেঘনায় নৌ-থানার বিশেষ অভিযানে নয় বাল্কহেডের ১০ জন আটক

চাঁদপুরে মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে ৯টি বালুবাহী জাহাজ বাল্কহেডের ১০জনকে আটক করেছে সদর নৌ থানা পুলিশ।

২৩ মে বৃহস্পতিবার রাত ৮টায় চাঁদপুর নৌ-থানার ওসি কামরুজ্জামান এক প্রেসনোটে এ তথ্য জানান। এতে বলা হয়, গত ২২ মে সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত এসআই (নিঃ) মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভাস্থ বড়স্টেশন মোলহেড ও রাজরাজেশ্বর ইউনিয়নস্থ মিনি কক্সবাজার নামক স্থান হতে ৯টি বাল্কহেডের কাগজপত্র যাচাইকালে বাল্কহেডে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখাসহ রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্য স্থানে উৎকীণ ও সুকানি যোগ্যতা সনদ না থাকার অপরাধে ৯টি বাল্কহেডের সুকানীকে আটক করা হয়।

আটককৃতরা হলো : সুকানি মোঃ ফোরকান (৪৩) (থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী), বোরহান উদ্দিন (২৫), মোঃ বোরহান মিয়া (৩৭) (বাজিতপুর-কিশোরগঞ্জ), ওয়াকিবুর রহমান (৩২) (সাং-মণ্ডলবাগ লোহাগড়া, জেলা-নড়াইল), মোঃ ইয়াম উদ্দিন আহম্মদ (২২) (থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ), মোঃ মাসুদ (৪৭) (নেছারাবাদ, জেলা-পিরোজপুর), মোঃ ফারুক হোসেন (৫২) (কালিগঞ্জ ইউনিয়ন, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল), মোঃ শাহাদাত হোসেন (৩৬) (দেহেরগতি ইউনিয়ন, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল), মোঃ বাচ্চু শেখ (৩০) ও মোঃ মিলন খান (২৫) (উভয় সাং- পুটিখালী ইউনিয়ন, থানা- মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট)।

এদের মধ্যে আটক ৮ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) বিভিন্ন ধারায় বিজ্ঞ মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং জব্দকৃত ৮টি বাল্কহেড চালকের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।

অপর আটক ২ জনের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৮০/৩৪ ধারায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়